ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে সুপ্রিম পার্টির শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে সুপ্রিম পার্টির শ্রদ্ধা নিবেদন

ঢাকা: ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার (২৬ মার্চ) দলটির কেন্দ্রীয় নেতারা সাভারে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে পার্টির নেতাকর্মীরা ধানমন্ডির ৩২ নাম্বার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে ঢাকা মিরপুর এক নম্বর কেন্দ্রীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ একাত্তরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক এসপি আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক এ কে নাহিদ, প্রচার সম্পাদক চৌধুরী মো. হোসাইন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহি, শিল্প বিষয়ক সম্পাদক সীমা আক্তার, ঊর্মি ইসলাম, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মরিয়ম আহমেদ, মো. শাহ আলম, ঢাকা জেলার সভাপতি দেলোয়ার হোসেন জন, সহ-সভাপতি খলিফা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। দপ্তর সম্পাদক, খলিফা আহসানুল্লাহ, আইটি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহিদ হোসেন শ্যামল। নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, ফরাদ মুন্সিসহ ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ