ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্রুত বিচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রদল নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
দ্রুত বিচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রদল নেতার কারাদণ্ড আব্দুল আল মামুন রতন

ফরিদপুর: দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলায় ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন রতনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

অন্যদিকে, ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা কমিটি পৃথক পৃথক বিবৃতিতে ছাত্রদল নেতা রতনের মুক্তি দাবি করেছে।  

জানা গেছে, ২০০৭ সালের ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় আব্দুল আল-মামুন রতনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়। মামলা নং-১০। ওই মামলায় নিম্ন আদালতে সাড়ে তিন বছরের সাজা হওয়ার পরে ফরিদপুর জেলা জজ আদালতে আপিল করেন রতন। গত মঙ্গলবার (২৮ মার্চ) আপিল শুনানি শেষে আসামি রতনকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪(১) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ছাত্রদল নেতা রতনকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে ফরিদপুর শহরের আলীপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ অনিক, কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক নাদিম মাহমুদ রুবেল, সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্ ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।