ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা দক্ষিণ জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
কুমিল্লা দক্ষিণ জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা: গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির (জাপা) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে দলটির চেয়ারম্যান জি এম কাদের।  

সোমবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি এয়ার আহমেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির মুন্সি, সহ-সভাপতি আলমগীর কবির মজুমদার, ড. গোলাম মোস্তফা, আবুল কাশেম, ড. ইরফান বিন তোরাব আলী, শাহাবুদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলাল এম এ, সহ-অধ্যাপক হাবিবুর রহমান, সামছুল ইসলাম, হাজী হাসান রুপী, সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ কমিশনার, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাওলানা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ভূঁইয়া, মিজানুর রহমান, কাজী জামাল উদ্দিন, এরশাদ উল্ল্যা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, হাফেজ আমিন উল ইসলাম, তৌহিদুল ইসলাম চৌধুরী, মো. হানিফ মেম্বার, কাজী সোহেল মাহমুদ, শাহ আলম মোল্লা, অর্থ সম্পাদক আবু ইউসুফ দুলাল, প্রচার সম্পাদক শফিকুর রহমান মুকুল, দফতর সম্পাদক সহ-অধ্যাপক কামাল হোসেন, সম্মানিত সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ডা. আলী আহমেদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মো. হেলাল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম দুলাল আব্দুল কুদ্দুস মানিক। অন্যান্য সম্পাদক ও সদস্যদের নাম পরে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।