ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ.লীগ নেতার নামে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বগুড়ায় আ.লীগ নেতার নামে দুদকের মামলা

বগুড়া: দুর্নীতির মাধ্যমে কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান।

প্রায় দেড় মাস আগে জাতীয় শ্রমিক লীগের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল এবং তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে অবৈধভাবে ১৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালের পর থেকে গত ছয় বছরে বগুড়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের মোট সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ক্ষমতাসীন দলটির সাবেক এক নেতাসহ আরও দুই নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক।

বুধবার (০৫ এপ্রিল) করা মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৮০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান জানান, ‘আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য প্রায় তিন বছর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয়। তার চার মাস পর ২০২০ সালের ২৫ জুন তিনি ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার স্থাবর এবং অস্থাবর সম্পদ বিবরণী দাখিল করেন। কিন্তু দুদকের পক্ষ থেকে অনুসন্ধানে দেখা যায়, স্থাবর এবং অস্থাবর মিলে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার টাকার সম্পদ রয়েছে তার। এটি প্রাথমিক অনুসন্ধান। তদন্তে ওই সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে। ’

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু তার বিরুদ্ধে দুদকের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি একজন ঠিকাদার এবং হাট-বাজার ইজারাদার। আমার স্থাবর এবং অস্থাবর সব সম্পদের হিসাব রয়েছে। দুদক মিথ্যা তথ্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে মামলা করেছে। আশা করি তদন্তে এগুলো মিথ্যা প্রমাণিত হবে। ’

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ‘সবকিছুই আমরা গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছি। ’

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।