ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘জনগণ অনেক সেয়ানা, তারা আ. লীগকেই নির্বাচিত করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
‘জনগণ অনেক সেয়ানা, তারা আ. লীগকেই নির্বাচিত করবে’

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন জনগণ সব বোঝে, তারা ভুল করে না। জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

তাছাড়া দেশের মানুষ অনেক সেয়ানা, তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই।

শুক্রবার (১৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে শুধু সরকার চাইলেই হবে না। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ কে আব্দুল মোমেন বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে, সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণগোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।