ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনগণ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে: নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
জনগণ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে: নাছিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের জনগণ আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। বাংলাদেশের মানুষের একমাত্র আস্থার ঠিকানা শেখ হাসিনা।

 

তিনি আরও বলেন, সারা বিশ্বে করোনার পরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। শ্রীলংকা পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। আরও অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে। বাংলাদেশ একমাত্র দেশ। শেখ হাসিনার সুদক্ষ পরিচালনার কারণে বাংলাদেশ অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চরমুগরিয়া আবু বকর সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, বাংলাদেশ কোনদিনও দেউলিয়া হবে না। যতদিন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারবেন।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শ্রমি বিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক জালাল উদ্দিন ইয়ামিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কবিরাজসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।