ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাপসের শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাপসের শ্রদ্ধা 

ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।             

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পরে শেখ তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীপরিষদের সদস্য সচিব হিসেবেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।  

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ঢাদসিক মেয়র তাপস বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নেতাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।  

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এইচএমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।