ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি কামাল আহমেদ মজুমদার

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি কামাল আহমেদ মজুমদার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি কামাল আহমেদ মজুমদার। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: অসহায় ও দুস্থ এক হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদার।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানী মিরপুর ১৪ নম্বরে দারুল উলুম মাদ্রাসা মাঠে এ সামগ্রী বিতরণ করেন তিনি।


বিতরণ অনুষ্ঠানে এমপি কামাল আহমেদ মজুমদার বলেন, ১৫ আসনের প্রত্যেক ওয়ার্ডে আমি নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের মধ্যেও এই ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। দেশের যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমরা নেতাকর্মীরা সবসময় আপনাদের সবার পাশে আছি, বাকি জীবন থাকবো।  


ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।  

তিনি বলেন, আমাদের ১৫ আসনের প্রতিমন্ত্রী ১৬ নম্বর সব ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন এবং মসজিদ মাদ্রাসা ও মিরপুরের প্রতিটা মানুষের পাশে সুখে-দুখে আমাদের পাশে থাকেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল মোস্তফা প্যানেল মেয়র ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আবু ইলিয়াস রাব্বি লিখন ও কাফরুল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জিএমএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।