ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কসহ আটক ৬ প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার বাজার গ্রাম ফুলতলা মোড়ের শেখ ইবাদুল ইসলামের বাড়িতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. শফিকুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তার, সাহারা গ্রামের রফিকুল ইসলাম ও নিজামুদ্দিন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মঙ্গলবার ভোরে নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।