ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পেটালেন যুবলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পেটালেন যুবলীগ নেতা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়কে উল্টো পথে যেতে বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।  

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দরে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতার নাম আপেল সরকার। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আপেল সরকার মোকামতলা বন্দরে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্য তৌহিদ তাকে বাধা দেন। এতে আপেল সরকার ও তার সঙ্গে থাকা সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের পোশাকের কলার ধরে মারধর করেন ৷ পরে স্থানীয়রা এগিয়ে এসে তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।  

এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আপেল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। এখনও কাউকে আটক করা হয়নি৷ 

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।