ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপার ঢাকা বিভাগীয় জেলাওয়ারী সাংগঠনিক দলের মতবিনিময় রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
জাপার ঢাকা বিভাগীয় জেলাওয়ারী সাংগঠনিক দলের মতবিনিময় রোববার

ঢাকা: জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় জেলাওয়ারী সাংগঠনিক দলের মতবিনিময় সভা রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকাল ৪টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর, নরসিংদী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব এবং ঢাকা বিভাগীয় জেলাওয়ারী সাংগঠনিক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় জেলাওয়ারী সাংগঠনিক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সব নেতাদের যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।