ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অগ্নি নির্বাপণে পরিকল্পিত পদক্ষেপের দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
অগ্নি নির্বাপণে পরিকল্পিত পদক্ষেপের দাবি 

ঢাকা: অগ্নি নির্বাপণে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে প্রতীকী ফায়ার হাইড্রেন্ট মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি নামে  একটি রাজনৈতিক সংগঠন।

শুক্রবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতারা।

সমাবেশে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, যখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তখন সারা বিশ্বের অধিকাংশ দেশে ফায়ার হাইড্রেন্টসহ অগ্নি নির্বাপণে পরিকল্পিত বিভিন্ন ব্যবস্থা থাকলেও আমাদের দেশের সেই ব্যবস্থা নেই।  

তার দাবি, চট্টগ্রামে অকেজো ১৭৩টি ফায়ার হাইড্রেন্ট থাকলেও সারাদেশে হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট আছে মাত্র ৪ শতাংশ। এছাড়া বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, গার্মেন্টস, শিল্প কারখানা, বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকা, আবাসিক এলাকা ও কূটনৈতিক এলাকায় ফায়ার হাইড্রেন্টের সংখ্যা শূন্য।

তাই অনতিবিলম্বে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসকে আরও সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের দুর্নীতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফরজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম সম্পাদক মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসসি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।