ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপির নেতা আব্দুর রউফ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
সাতক্ষীরায় বিএনপির নেতা আব্দুর রউফ গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ -ফাইল ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের নিজ মালিকানাধীন সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রউফ সদর উপজেলার আলিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নাশকতার একটি মামলায় চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।