ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ৭, ২০২৩
গাংনী উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার জাহিদুল ইসলাম

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইস্রাফিল সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৬ মে) দিনগত রাতে বামন্দী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

জাহিদুল গাংনীর ছাতিয়ান গ্রামের মছের উদ্দীন সর্দারের ছেলে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা মামলায় জাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গাংনী উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা উস্কানিতে মিথ্যা মামলায় যুবদল নেতা জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার যুবদল নেতা জাহিদুলকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।