ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোয়া তিন বছর পর আংশিক কমিটি পেলো রায়গঞ্জ ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
সোয়া তিন বছর পর আংশিক কমিটি পেলো রায়গঞ্জ ছাত্রলীগ রবিন সরকার, সোয়েব আক্তার ও সাব্বির আহমেদ স্বাধীন (বাঁ থেকে)

সিরাজগঞ্জ: দীর্ঘ সোয়া তিন বছর পর আংশিক কমিটি পেলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ। রবিন সরকারকে সভাপতি ও সোয়েব আক্তারকে সাধারণ সম্পাদক এবং সাব্বির আহমেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৯ মে) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ এ কমিটির ঘোষণা দেয়। জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১০ মে) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণেও সাংগঠনিক গতিশীলতা আনার জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ যথাযথ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।