ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হবে: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ১৬, ২০২৩
শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হবে: শাজাহান খান

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হবে। শেখ হাসিনাকে উৎখাতে বিএনপির আন্দোলন গত ১৫ বছরেও সফল হয়নি, আগামীতেও হবে না।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলার সরকারি সমন্বিত কার্যালয়ের হলরুমে জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় জাকাতের এক লাখ ৯২ হাজার টাকা ৬৪ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এসময় শাজাহান খান বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, বাংলাদেশেও সেভাবে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেভাবেই আগামী নির্বাচন হবে। সে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামীতে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈনুদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।