ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা চাঁদের ফাঁসির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
বিএনপি নেতা চাঁদের ফাঁসির দাবি

রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতারা।  

একইসঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি নেতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জানিয়েছেন তারা।

রোববার (২৮ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান নেতাকর্মীরা।
 
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।

বিএনপির শীর্ষ নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কটূক্তি আওয়ামী কখনোই মেনে নেবে না। এ সময় শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান নেতারা।

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগের মহানগর শাখার নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।