ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিসিসি নির্বাচন: নৌকা প্রতীকের প্রচারে ১৪ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
বিসিসি নির্বাচন: নৌকা প্রতীকের প্রচারে ১৪ দল

বরিশাল: সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের নেতারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ'র (খোকন সেরনিয়াবাত) পক্ষে প্রচারে নেমেছেন।

শুক্রবার (০২ জুন) বিকেলে ১৪ দলের নেতারা প্রচার শুরু করেন বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর সদস্য শামিল শাহরুখ তমাল।

তিনি বলেন, ১৪ দলের নেতারা সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ'র পক্ষে প্রচার শুরু করেছেন। শুক্রবার বিকেলে নগরের ফকিরবাড়ী রোড থেকে প্রচার শুরু করা হয়। এসময় নেতারা নগরের সদর রোড, চকবাজার, বাজার রোড, কাউনিয়া প্রধান সড়ক, কাঠের পুল, ফকির বাড়ি সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মধ্যে নৌকার প্রার্থীর লিফলেট বিতরণ করেন। এ সময় তারা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

প্রচারকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, জাসদের অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, ন্যাপের সাজ্জাদ আহম্মেদ, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবির ও অ্যাডভোকেট আনিস উদ্দিন আহম্মেদ শহীদ প্রচারে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।