ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ফরিদপুরে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড

ফরিদপুর: ফরিদপুরে পুলিশের বাধার কারণে বিএনপির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে।  

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অপরদিকে বিএনপির কর্মসূচির প্রতিবাদে পাল্টা মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা ঝিলটুলীর চৌরঙ্গী মোড়ে বিদ্যুৎ অফিসের উদ্দেশে রওনা হয়। তবে মিছিলটি শুরুর পরপরই কাঠপট্টির বিশু মিয়ার মোড়ের কাছে পুলিশ তাদের বেরিকেড দিয়ে আটকে দেয়। এরপর সেখানেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

এ সময় সেখানে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল চৌরঙ্গীর মোড়ে বিদ্যুৎ অফিসে পৌছে কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

এদিকে বিএনপির এ প্রতিনিধি দলটি বিদ্যুৎ অফিসের প্রবেশের মুখে শ্রমিক লীগের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

অপরদিকে শহর আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি অবস্থান কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছে শেষ হয়। ‌

এ সময় সেখানে বক্তব্য রাখেন- শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।