ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন শনিবার

ঢাকা: জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন আগামী শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

 

শুক্রবার (৯ জুন) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জি এম কাদের। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।  

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহ্রিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।

সম্মেলন পরিচালনা করবেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।