ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অগ্নিসন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
‘অগ্নিসন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি, তাদের অগ্নিসন্ত্রাস করতে মাঠে নামিয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি আগুন-সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।

তারা মানুষ মারবে, বাস পোড়াবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে!

শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি সাম্প্রদায়িকতা করতে মাঠে নামছে বলে অভিযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অগণিত নারীর কোল খালি করেছে। তারা একুশে আগস্ট ঘটিয়েছে। অর্থপাচারকারী, ভোটচোর, আজিজ মার্কা নির্বাচন কমিশন বানানো বিএনপির বিরুদ্ধে খেলা হবে।

এ সময় চলমান বিদ্যুৎ সংকটকে বৈশ্বিক সংকটের অংশ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্যুতের সংকট সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে। যেই ক্ষমতায় থাকবে সেই এই সংকটের মুখে পড়বে। এরমধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার গিয়ে এলএমজির ব্যবস্থা করেছেন। কয়লার ব্যবস্থা করছেন, ১০-১৫ দিনের মাঝেই বিদ্যুৎ সংকট কেটে যাবে। এর মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।

বিদ্যুৎ নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তাদের শাসনামলে বিদ্যুৎ পরিস্থিতির কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে হাওয়া ভবনের তৈরি খাম্বা বসবে।

সরকার পদত্যাগ করলে বিএনপি কার সাথে সংলাপে বসবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফখরুল অবান্তর কথা বলছে, বিদেশিদের সাথে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। ভিসানীতিসহ কিছু নিয়ে সরকার শঙ্কিত নয়। অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে। 'আওয়ামী লীগ ভয় পায় না। কারণ আমরা সুষ্ঠু নির্বাচন করব।

ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে ৭৫ পরবর্তীকালে সবচেয়ে সফল সরকারপ্রধান শেখ হাসিনা। ৪৮ বছরের ইতিহাসে জনপ্রিয় নেতা তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।