ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনগণের সেবা করাই আমার লক্ষ্য: ইঞ্জিনিয়ার আবু নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
জনগণের সেবা করাই আমার লক্ষ্য: ইঞ্জিনিয়ার আবু নোমান

ঢাকা: জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আওয়ামী লীগও জনগণের কল্যাণে কাজ করে।

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে একটি লোকও না খেয়ে মারা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)।

শুক্রবার রাতে রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপের এ চেয়ারম্যান।

তিনি বলেন, সামনে নির্বাচন, নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে একটি লোকও না খেয়ে মারা যাবে না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত, ক্ষুধা মুক্ত। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। প্রতিটি গ্রামে মানুষ শহরের মতো সুবিধা পাচ্ছে।

তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করবো। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার জীবনের একটাই লক্ষ্য, লালমোহন-তজুমদ্দিনের মানুষের জন্য কিছু করা।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বুয়েটের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, লালমোহন-তজুমদ্দিনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও খেলাধুলার উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরি, নদী ভাঙন রোধ, বিদ্যুৎ সমস্যার সমাধান, আধুনিক প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি প্রভৃতি নিয়ে আমার রয়েছে বিশেষ পরিকল্পনা।  

তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। নৌকার ওপর ভরসা রাখতে হবে। কারণ এই আওয়ামী লীগের নৌকা বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে।

এ জন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে ফের জয়ী করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ