ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকার শান্তির সমাবেশের নামে সহিংস কর্মকাণ্ড চালায়: সেলিমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সরকার শান্তির সমাবেশের নামে সহিংস কর্মকাণ্ড চালায়: সেলিমা রহমান সেলিমা রহমান (ফাইল ফটো)।

নারায়ণগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত যেভাবে তারা কাজ করেছেন সেটা আমাদের জন্য একটি বিরাট শক্তি।

আমাদের এখন শক্তিশালী সংগঠন প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করবে।

শনিবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সরকার আমাদের নেতাকর্মীদের গুম খুন করেছে। কারাগারে বন্দি করে রেখেছে। একই মধ্যে আমাদের ১৭ নেতাকর্মী নিহত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। আমি ঢাকায় ব্যানারে দেখলাম ফয়সালা নয় রাজপথে দায়িত্ব তুলে দেন জনতার হাতে। তারা স্লোগান খুঁজে পাঁচ্ছে না। আমাদের নেতার স্লোগান ধার করছে। আমরাও বলতে চাই তুলে দাও জনতার হাতে৷ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও।

সেলিমা রহমান বলেন, সরকার শান্তির সমাবেশের নামে সহিংস কর্মকাণ্ড চালায়। প্রতিটি জেলা ও থানায় তারা আমাদের ছেলেদের অ্যারেস্ট করছে। তবুও আপনারা তারেক রহমানের নেতৃত্বে এই কাউন্সিল করলেন। এই দক্ষ নেতৃত্ব আগামীতে যুদ্ধের ময়দানে আমাদের অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী নাকি নির্বাচন সুসংহত করেছে। কীসের নির্বাচন। সেই নির্বাচন হলো রাতের নির্বাচন। এগুলো হলো তাদের মিথ্যাচার। এগুলো মিথ্যা কথা। তাদের মিথ্যা জনগণ মানছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু ঋণ করছে। এই ঋণ জনগণের গলার কাঁটা। এরা শিক্ষার মানকেও শেষ করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের আড্ডাখানা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।