ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘এ সরকারের আমলে সত্য বললে নিস্তার নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
‘এ সরকারের আমলে সত্য বললে নিস্তার নেই’

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, এ সরকারের আমলে সত্য বললে, সত্য লিখলে নিস্তার নেই। এ সরকার একদলীয় সরকার, অবৈধ সরকার।

এরা ভিন্নমত সহ্য করতে পারে না। এরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গুম-খুনের পথ বেছে নিয়েছে।

শনিবার (১৭ জুন) নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে খিলগাঁও, সবুজ বাগ, মুগদা, লালবাগ, চকবাজার ও হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের সরকার নয়। তাই জনগণ না খেয়ে মরে গেলেও এদের কিছু আসে যায় না। জনগণের রক্তের ওপর এরা টিকে আছে। সরকার যদি দেশের জনগণের জন্য ভালো কিছু করতো, গণতন্ত্র কুক্ষিগত করে না রাখতো, তাহলে বিদেশিরা এ দেশ নিয়ে কথা বলার সুযোগ পেতো না।

তিনি বলেন, এই আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নেই। নিজেরা আগুন সন্ত্রাস করে অন্যের ওপর দায় চাপানো তাদের পুরনো স্বভাব। নিজেরা হত্যা করে বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করা তাদের পুরনো অভ্যাস। এমনকি নিজেদের সভায় গুলি চালিয়ে বিরোধীদলকে ফাঁসাতেও তারা দ্বিধা বোধ করে না। তাই সবাইকে এই আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, যুবদলের খন্দকার এনামুল হক এনামুল, স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন, সাদ আহমেদ পাপ্পা সিকদার, শ্রমিক দলের বদরুল আলম সবুজ, কৃষক দলের হারুন সিকদার, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।