ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল জাপার সভাপতি ছালাম, সম্পাদক মোজাম্মেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
টাঙ্গাইল জাপার সভাপতি ছালাম, সম্পাদক মোজাম্মেল

ঢাকা: আব্দুস ছালাম চাকলাদারকে সভাপতি ও মুহাম্মদ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা শাখা জাতীয় পার্টির (জাপা) ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  

দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাপা চেয়ারম্যান জি এম কাদের এ কমিটি অনুমোদন করেছেন।

সোমবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, আশরাফ সিদ্দিকী, এনাম জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার গালিব, মামুনুর রহিম সুমন, রেজাউল করিম, সোহেল রহমান।

সভাপতি হলেন- আব্দুস ছালাম চাকলাদার। সাধারণ সম্পাদক হলেন- মোজাম্মেল হক। সহ-সভাপতি হলেন- প্রিন্সিপাল শফি উদ্দিন বালা, অধ্যাপক মতিয়ুর রহমান, সৈয়দ শামসুদ্দোহা যুব রাজ, অ্যাডভোকেট মাহমুদ হাসান আনোয়ার, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মিয়া, আবু আহমেদ, ফারুক ইসলাম মান্না। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- ইব্রাহিম মোল্লা, অ্যাডভোকেট কবির হোসেন উজ্জ্বল, মাহফুজুর রহমান খোকা, আহসান খান আছু। সহ-সাধারণ সম্পাদক হলেন- অ্যাডভোকেট মো. সুজাত আলী, ওস্তাগীর হোসেন, আবু সাঈদ আজাদ, সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী। সাংগঠনিক সম্পাদক হলেন- কায়ছার রেজভী রিপন, আবুল কাশেম, মাসুদ রানা, ছাব্দের আলী, এম এ হান্নান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন- আব্দুল হামিদ, ছিবার উদ্দিন, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক মজনু, মমিনুল ইসলাম মোমিন। অর্থ সম্পাদক হলেন- সৈয়দ মোশতাক হোসেন রতন। যুগ্ম অর্থ সম্পাদক হলেন- মর্তুজা তালুকদার। প্রচার সম্পাদক হলেন- আলমগীর হোসেন। যুগ্ম প্রচার সম্পাদক হলেন- ফজলুল হক ফজল। দপ্তর সম্পাদক হলেন- হুমায়ূন রশিদ খান। যুগ্ম দপ্তর সম্পাদক হলেন- কামরুজ্জামান কাজল।  

অন্যান্য পদের নাম পরে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।