ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওনার অভ্যাসই হলো উদ্ভট কথা বলা: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ওনার অভ্যাসই হলো উদ্ভট কথা বলা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামশা করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন বক্তব্য প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ওনার অভ্যাসই হলো উদ্ভট উদ্ভট কথা বলা। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনো তামাশা করে নাই।

 

মঙ্গলবার (২৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন।  

এসময় মন্ত্রী আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির দোসররাই তামাশা করেছে অতীতে। আওয়ামী লীগ কোনো নির্বাচন নিয়েই তামাশা করে নাই আর করবেও না। আওয়ামী লীগ ভবিষ্যতেও সুষ্ঠু ও সঠিক নির্বাচন করবে।  

এর আগে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্তি চক্রবর্তী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ