ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগ নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগ নেতাকে বহিষ্কার

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে এ বহিষ্কার করা হয়।

শনিবার (৮ জুলাই) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ই্উনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে আলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সহিদুল ইসলাম চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক সাহাব আহমেদ তাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করেছে।

আর এতে জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস শেখ সহিদুল ইসলামকে আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

প্রসঙ্গত, ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরান হোসেন বাপ্পি।

মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ছাড়া গোটা বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর, ঝালকাঠি সদরের পোনাবালিয়া এবং পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে পটুয়াখালী সদরের বদরপুর ও পিরোজপুরের নেছারবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।