ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি পিঠ বাঁচাতে আন্দোলন করছে: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বিএনপি পিঠ বাঁচাতে আন্দোলন করছে: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে।  

দণ্ডিত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃশর্তে বের করে আনাই তাদের লক্ষ্য।

নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায় এবং পরে একটি অস্বাভাবিক সরকার গঠন করতে চায়, যোগ করেন ইনু।

রোববার (০৯ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন।

বিএনপি গণতন্ত্রের আলখেল্লা পরে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, সন্ত্রাসী কার্যক্রম করে, এরা সরাসরি ১৯৭১, ১৯৭৫ এর খুনি ও সামরিক শাসনের পক্ষে ওকালতি করে- এমন মন্তব্য করে ইনু বলেন, কোনো অবস্থাতেই সংবিধান বানচালসহ বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাস সহ্য করা হবে না। এগুলো যেমন অগণতান্ত্রিক, তেমনই সীমাহীন রাজনৈতিক অপরাধ।  
ইনু বলেন, কোনো অবস্থাতেই সংবিধান বানচাল করতে দেওয়া যাবে না।  

এসময় জাসদ নেতা আহম্মেদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা,  জুলাই ০৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।