ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেট বিএনপির সভাপতিকে নেওয়া হলো ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
সিলেট বিএনপির সভাপতিকে নেওয়া হলো ঢাকায়

সিলেট: তারুণ্যের সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়া সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

 

রোববার (৯ জুলাই) নগরের আলীয়া মাদরাসা মাঠে তারুণ্যের সমাবেশ শেষে সন্ধ্যায় অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।  

চিকিৎসক ও তার নিকটজন জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তার রক্ত বমি হয়। সেই সঙ্গে মাত্রাতিরিক্ত ডায়বেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়াতে আজ সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

ঢাকায় পাঠানোর সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, আব্দুল কাইয়ুম চৌধুরীকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজন ও দলের নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এনইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।