ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সমাবেশে যাওয়ার পথে বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সমাবেশে যাওয়ার পথে বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ: ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ২৯ জনের মধ্যে রয়েছেন ফতুল্লা থানা তাতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কায়েস জানান, তাদের নাম পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল এসব বিষয়ে জানা হচ্ছে। আটক বা গ্রেপ্তার কিনা এখনই বলা যাবে না।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আপাতত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।