ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি ঘোলা পানিতে মাছ ধরতে চায়: শাহরিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বিএনপি ঘোলা পানিতে মাছ ধরতে চায়: শাহরিয়ার

ঢাকা: বিএনপি ঘোলা পানিতে মাছ ধরতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা তা হতে দেব না, আমরা শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে আপস করব না।

বুধবার (১২ জুলাই) এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির এক দফা দাবি অসাংবিধানিক। অসাংবিধানিক কিছু দাবি করা কেবল ইঙ্গিত দেয় যে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা  ঘোলা পানিতে মাছ ধরার পরিকল্পনা করে। আমরা তা হতে দেব না, আমরা শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে আপস করব না।

বুধবার রাজধানীতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ ডেকেছে বিএনপি। একই দিনে শান্তি সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।