ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট চুরির সব কৌশল প্রতিহত করা হবে: আমির খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
ভোট চুরির সব কৌশল প্রতিহত করা হবে: আমির খসরু

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির যত ধরনের কৌশল পড়ুক না কেন তার প্রতিহত করা হবে। প্রতিহত করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে।

আর যারা ভোট চুরিতে সহযোগিতা করবে তাদের জনগণের সম্মুখীন হতে হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আজকে দেশের সংবিধানকে তছনছ করা হয়েছে। কেটে ছিঁড়ে চুরমার করা হয়েছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করা সম্ভব হবে না।

এক দফা কর্মসূচির মাধ্যমে এই সরকারকে প্রতিহত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।