ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পুলিশি বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
পুলিশি বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল

ঢাকা: চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করার কথা ছিল গণতন্ত্র মঞ্চের। কিন্তু, পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

পরিবর্তে বিক্ষোভ সমাবেশ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল। পরে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পদযাত্রার কর্মসূচি ছিল। চট্টগ্রামে আওয়ামী লীগ-যুবলীগ মিলে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। কমপক্ষে ১৮ থেকে ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আজকে বিএনপির পদযাত্রায়ও বাঙলা কলেজে হামলা করেছে। পরে তারা পদযাত্রার কর্মীদের প্রতিরক্ষার মুখে পালিয়েছে। হামলা হয়েছে পিরোজপুরে, খাগড়াছড়িতেও। আজ লাখ লাখ মানুষ এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে পথে নেমেছে। শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সাইফুল হক বলেন, আজকে আমাদের মশাল মিছিল ছিল। কিন্তু, পুলিশ যেভাবে আমাদের মশাল কেড়ে নিল, এটা কোন পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে না। এই কর্মকাণ্ডের জন্য আপনারা বিপদে পড়বেন। অতীতে যারা ভোট চুরি, কারচুপির সঙ্গে যুক্ত তারা যেমন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন, ভবিষ্যতে যারা করবেন, তারাও নিষেধাজ্ঞায় পড়বেন। হিরো আলমকে পিটিয়ে আজকে আওয়ামী লীগকে জিততে হয়েছে। চিন্তা করেন, অবস্থাটা কোথায় যাচ্ছে।

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, আপনারা শুনেছেন সারা দেশে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে। এই ধরনের ন্যক্ক্যারজনক হামলা যখন হয় তখন বুঝে নিতে হবে এই সরকার ভয় পেয়ে গিয়েছে। যে আন্দোলন শুরু হয়েছে, তা চলবে তার চূড়ান্ত পরিণতির দিকে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আজকে চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় যে হামলা হয়েছে, সেখানে আমাদের ১৫ জনের ওপর কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আজকে সরকার এই দেশকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, যেখানে কেউ তাদের অধিকারের কথা বলতে পারবে না। এই দেশের জনগণ এখন পথে নেমে এসেছে। এই দেশের জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। আমরা রক্ত দিয়ে এই সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করে ছাড়ব।

সমাবেশে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জুলহাস নাইন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখখারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। । পরে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ