ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আজও ঢাকা মহানগর উত্তরসহ ৪ বিভাগে আ.লীগের উন্নয়ন শোভাযাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আজও ঢাকা মহানগর উত্তরসহ ৪ বিভাগে আ.লীগের উন্নয়ন শোভাযাত্রা আওয়ামী লীগের লোগো

ঢাকা: আওয়ামী লীগ ঘোষিত সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি বুধবারও (১৯ জুলাই) অনুষ্ঠিত হবে। এই দিন ঢাকা মহানগর উত্তরসহ রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণার অংশ হিসেবে এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে।

এই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৩টায় তেজগাঁওয়ের সাকদত রাস্তায় প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশের পর শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে মহাখালী গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।