ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সময়ের কোনো নৈরাজ্যের বিচার হয়নি: তাজুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
বিএনপির সময়ের কোনো নৈরাজ্যের বিচার হয়নি: তাজুল ইসলাম

কুমিল্লা: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। আমার আত্মীয়-স্বজন অন্যায় করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অথচ বিএনপির সময়ে সংঘটিত কোনো নৈরাজ্যের বিচার হয়নি। আজ এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য নেই। বিএনপি বলে আমরা কাউকে নির্যাতন করিনি। তাদের ওপার হামলা-মামলা করিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছেন। আমরা পাল্টা কোনো জবাব দেইনি। মনে রাখবেন, এটা আমাদের দুর্বলতা নয়। আওয়ামী লীগ দুর্বল দল নয়। অনিকের জানাজার দিন যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেত।

আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? সাবধান হয়ে যান। আপনারা ক্ষমতায় যাবেন? লুটপাট করার জন্য? এদেশে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না।

এসময় আরও বক্তব্য দেন- লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা ও লাকসাম পৌর মেয়র আবুল খায়ের।

সভার আয়োজন করেন মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম আলমগীরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতারা।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ