ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে নির্বাচনে এসে ভাগ্য পরীক্ষা করতে বললেন মতিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
বিএনপিকে নির্বাচনে এসে ভাগ্য পরীক্ষা করতে বললেন মতিয়া

ঢাকা: নির্বাচনে এসে বিএনপিকে ভাগ্য পরীক্ষা করতে বলেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, বিএনপিকে বলব, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন।

নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।  

দেশের রাজনীতিতে বিএনপির বিদেশি নির্ভরতার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

তিনি বলেন, আমাদের যারা সমালোচনা করেন তারা দেখেন, পৃথিবীর কয়টা দেশে প্রথমদিনেই ছাত্রদের বই দেওয়া হয়। লাল-সবুজের ঘরে গৃহহীন, আশ্রয়হীন মানুষের জন্যে ঘর তুলে দিয়েছেন। তরুণদের জন্যে অবারিত দাঁড় খুলে দিয়েছেন।

তিনি আরও বলেন, এখন বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কাপড় পাওয়া যায় না। রোজার ঈদের সময়ও গরিব মানুষদের দেওয়ার জন্যে কেউ সেকেন্ড হ্যান্ড কাপড় দেয় না, নতুন কাপড় দেয়।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার পরিচয় এখন 'স্টার অব দ্য ইস্ট'। জিয়াউর রহমান যেদিন তারই লোকেদের হাতে নিহত হন, সেদিন বাংলাদেশে কারফিউ ছিল।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।