ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গু সচেতনতায় ঢাকা-১৮ আসনে দয়াল বড়ুয়ার লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
ডেঙ্গু সচেতনতায় ঢাকা-১৮ আসনে দয়াল বড়ুয়ার লিফলেট বিতরণ

ঢাকা: আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।  

শনিবার (২২ জুলাই) দুপুরে ঢাকা-১৮ আসনের দক্ষিণখানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় দয়াল কুমার বড়ুয়া দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  

লিফলেট বিতরণ শেষে দয়াল কুমার বড়ুয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামীতে ঢাকা-১৮ আসন নিয়ে আমার পরিকল্পনা মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিরতণ কর্মসূচির আয়োজন করেছি। ঢাকা-১৮ আসনবাসীর কল্যাণে কাজ করতে চাই। আমি চাই জনপ্রতিনিধি নয়, জনগণের সেবক হতে।  

তিনি বলেন, ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় সাবধানে চলাচল করুন। বাড়িতে মশারি, মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করুন। বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন। মোজা পরুন। জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন। ডেঙ্গুর লক্ষণ থাকলে ডাক্তার দেখান।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।