ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি সহিংসতার পথে হাঁটছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি সহিংসতার পথে হাঁটছে: মেনন রাশেদ খান মেনন

ঢাকা: নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথে হাঁটছে বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে গাজীপুর জেলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথে হাঁটছে। এক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে অতীতের মতো এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

তিনি বলেন, গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয় নাই। জনগণ- শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছে, এবারও দেবে।

ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে বর্ধিত সভায় জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।