ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে আইনের শাসন নেই: খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
দেশে আইনের শাসন নেই: খসরু

ঢাকা: সন্ত্রাসীদের হামলায় দুই হাতের কব্জি বিছিন্ন হওয়া যুবদল নেতা লিটন মন্ডলকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন করে এবং দুটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি লিটনকে বলেন, তুমি একা নও। তোমার সাথে বিএনপি, এ দেশের মানুষ ও বিশ্বাবাসী রয়েছে। সকলের দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।

লিটনের স্ত্রী ও তার দুই সন্তানের সঙ্গে কথা  বলে তাদের সান্ত্বনা ও সাহস দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পরে সাংবাদিকদের কাছে আমীর খসরু বলেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।

এ সময় উপস্থিত দলের স্বাস্থ্য বিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দুবৃর্ত্তরা লিটন মন্ডলকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পর পরই রাতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা তার কেটে ফেলা দুই হাত ও ভেঙে ফেলা দুই পায়ে অস্ত্রোপচার করেছেন। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে। বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে লিটনের চিকিৎসা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুনুর রশিদ মোল্লা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও যুবদল নেতা সোহেল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।