বরগুনা: বরগুনার পাথরঘাটায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকে অভিযান জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে তাদের উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদরাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, পাথরঘাটা উপজেলা জামায়েতের আমীর কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসান, পাথরঘাটা পৌরসভার বাসিন্দা সাবেক পৌর আমীর মাওলানা বজলুর রহমান, পাথরঘাটা পৌরসভার ইমান আলী সড়কের বাসিন্দা উপজেলা জামায়াত কর্মী মো. নাশির উদ্দিন সরদার।
জেলা ডিবির ওসি বশিরুল আলম বলেন, মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদরাসায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ওই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাকি নেতাকর্মীরা কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআরএস