ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।  

এছাড়া কালো পতাকা মিছিলে যোগ দিতে বিএনপির সমমনা দলগুলোর নেতাকর্মীরাও আসছে।

 

শুক্রবার (২৫ আগস্ট) জুমার নামাজের পর থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।  

নেতাকর্মীরা বলছে, কালো পতাকা মিছিলটি নয়াপল্টনের দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই মিছিলের নেতৃত্বে থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ সময় দেখা যায়, মাইকে নেতাকর্মীরা কথা বলে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে চাঙ্গা ভাব করছেন৷ মিছিলে অংশগ্রহণকারীরা সবাই হাতে কালো পতাকা ধারণ করেছে।  

অপরদিকে, বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্যে রাজধানী জুড়েই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে নয়াপল্টনে বিএনপির কর্মসূচি ও পুরানা পল্টনের বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ একই দিনে হওয়ার কারণে এই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো প্রকার সংঘর্ষ বা বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা।  

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, শুক্রবার একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে বলেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও যেকোনো বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।  

যদি কেউ রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে তাকে/তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।