ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

২৪ মামলায় কারাগারে ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
২৪ মামলায় কারাগারে ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি

ফেনী: ফেনী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদকে (৩৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২৮ আগস্ট) দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী কোর্ট পরিদর্শক মোহাম্মদ রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ আগস্ট) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তারেক ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের রিয়াজুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শিবিরের সাবেক জেলা সভাপতি তারেক মাহমুদকে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশের একটি দল রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ২৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই নাশকতা ও গাড়ি ভাঙচুরের।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, তারেক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। রোববার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট, ২০২৩
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।