ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
দিনাজপুরে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মিছিল

দিনাজপুর: গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জেলা বিএনপি।

বুধবার (৩০ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে বিকেল সাড়ে ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।

 

পরে মিছিলটি শহরের লিলিমোড়, বুটিবাবুর মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড়, মর্ডানমোড়  হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

মৌন মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।  

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম ও মো. নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল ও গোলাম মোস্তফা বাদশা, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।