ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে আমরাও শান্ত থাকব না: মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে আমরাও শান্ত থাকব না: মির্জা আব্বাস ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

 

মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের যে অবস্থা তা যদি সরকারের বোধগম্য হত তাহলে আর ক্ষমতায় থাকত না।

বিএনপি নেতাকর্মীদের হত্যা-ঘুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়। সুতরাং এ সরকারকে পতন না ঘটানো পর্যন্ত আপনাদের টিকে থাকার আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সরকার পতন ঘটাতে চায়। তবে সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় তাহলে আমরাও শান্ত হয়ে থাকব না।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
টিএ/এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।