ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ বিক্রির পাঁয়তারা করছে: সেলিমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ বিক্রির পাঁয়তারা করছে: সেলিমা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশ | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য দেশ বিক্রির পাঁয়তারা করছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন।

সেলিমা রহমান বলেন, যে সরকার গণতন্ত্রের গলা টিপে ধরেছে, তাকে আর সময় দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে।

তিনি আরও বলেন, এ সরকার এতটাই নিষ্ঠুর যে, অসুস্থ মানুষকেও চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।