ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ দলটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের আমির জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া খলিলুর রহমানের ছেলে  পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), জামায়াত কর্মী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মহাসিন আলী (২৬), দর্শনার ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনার ইসলাম বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) এবং রুহুল আমিনের ড্রাইভার চুয়াডাঙ্গা বেলগাছির আবু জাফরের ছেলে মিনারুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, গত ১৫ মে শহরের সিনেমা হলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিহাদি বইসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে ওই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পায় পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন জেলখানার সামনে অভিযান চালায়। এসময় জামায়াতের এ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতার মামলায় এ ছয়জনকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।