ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে মহিলা আ.লীগের উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ফরিদপুরে মহিলা আ.লীগের উঠান বৈঠক

ফরিদপুর: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ বছরের উন্নয়ন’ -শীর্ষক উঠান বৈঠক করেছে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া এর আয়োজন করেন।

সংগঠনের সহ-সভাপতি খুশি খন্দকারের সভাপতিত্বে সেখানে উপস্থিত স্থানীয় নারীদের সামনে সরকারের সব উন্নয়নের কথা তুলে ধরেন নেতারা।  

সেখানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সহ-সভাপতি ফেরদৌসী শিখা, যুগ্ম সম্পাদক নার্গিস বানু ও চায়না খাতুন, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, বন ও পরিবেশ সম্পাদক কণা বেগম, মানবসম্পদ সম্পাদক রেশমা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক ফারাহ্ দিবা, কৃষি বিষয়ক সম্পাদক সুফিয়া খাতুন এবং সদস্য শাহনাজ বেগম ও মেহেরুন নেসা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।