ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বরগুনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বরগুনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরগুনায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় একটি মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বরে এসে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়।

সেখানে থেকে ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লাসহ ছাত্র দল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তাব রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান মাহফুজ , এ জেড এম সালেহ ফারুক জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ হোসেন মোল্লা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি পুলিশ দিয়ে বিএনপির নেতা কর্মীদের দমন করতে চায় (আ.লীগ সরকার)। পুলিশ ছাড়া আওয়ামী লীগ অস্তিত্বহীন। এখন আর আমরা কর্মসূচির জন্য পুলিশের অনুমতির ধার ধারব না। আমাদের একটাই দাবি - এই সরকারের পতন।

এ সময় নেতাকর্মীরা আরও বলেন, পুলিশ দিয়ে বিএনপি দাবিয়ে রাখা যাবে না। যতদিন আমাদের দাবিদাওয়া না মেনে নেওয়া হবে ততদিন এ আন্দোলন সংগ্রাম চলবে।  

খালেদা জিয়া নিশ্চিত মুক্তি ও উন্নত সুচিকিৎসার দাবি করেন নেতাকর্মীরা।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে শহরের প্রধান সড়কের সদরঘাট মসজিদ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশ করেন। সামনের কর্মসূচিগুলোতে আমরা আর পুলিশের অনুমতি নেব না। আজকে কর্মসূচির জন্য আমরা পুলিশের কাছে অনুমতি চাইনি।

বরগুনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) কে.এম মিজানুর রহমান বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।