ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নেতারা নার্ভাস: প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নেতারা নার্ভাস: প্রিন্স

ময়মনসিংহ: সব বাধা প্রতিরোধ করেই ময়মনসিংহ কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, রোডমার্চে কোনো নেতার অনুপস্থিতি মেনে নেওয়া হবে না।

হামলা, মামলা ও গ্রেপ্তার এড়িয়েই রোডমার্চ সফল করতে হবে। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়ে আওয়ামী লীগ নেতারা একেক রকম বক্তব্য দিচ্ছেন। এতেই বোঝা যায় তারা নার্ভাস। সেইসঙ্গে দেশ ও বিদেশের নিরপেক্ষ নির্বাচনের চাপে তারা দিশেহারা। এবার জনগণের দাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা উত্তর বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন- সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, জেলা বিএনপির সদস্য ইয়াসির খান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল হক, হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, মফিজ উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, অ্যাড. শাহজাহান সিরাজ সাজু, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, ওলামা দলের আহ্বায়ক মওলানা মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমেদ সাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় আগামী পহেলা অক্টোবর ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডমার্চ সফল করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও কর্মীসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।