ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর জেলা জামায়াতের ৩ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
মেহেরপুর জেলা জামায়াতের ৩ নেতা আটক আটক তিনজন

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের তিন (রুকন) নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা শহরের খন্দকারপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জেলা জামায়াতের বন্দর গ্রামের তিলক শেখের ছেলে মো. আব্দুল জব্বার (৭০), রাধাকান্তপুর গ্রামের শিহাব উদ্দীনের ছেলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ ওরফে মুকুল (৫০) ও মেহেরপুর শহরের মণ্ডলপাড়ার মিজানুর রহমানের ছেলে মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন (৩৮)। এরা তিনজনই জামায়াতের রুকন।  রুকন বলতে জামায়াতের খুঁটি হিসেবে বিবেচনা করা হয়।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, জেলা শহরে একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি দাবি জানাই।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলা শহরের খন্দকারপাড়ায় সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ওই তিন নেতাকে আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।